
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ এএম
উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:১৯ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয় উল্লেখ করে দেশের উন্নতির জন্য ভাবনার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে মানুষ নিজের আগ্রহে চলতে পারে এবং ভয়ে না থাকে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথার কাজ শুরু করতে হবে।
তিনি আরও বলেন, ঈদের বাণী হলো নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এমন একটি দিন স্থির করতে পেরেছি, যা আমাদের জন্য বড় আশীর্বাদ।
এবারের ঈদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সমাজকে ঐক্যবদ্ধ করা এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। দূরত্ব কমিয়ে পরস্পরের কাছে আসার মাধ্যমে সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।