
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ এএম
ঈদ উপলক্ষে বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতো ২০ কোটি ভারতীয় মুসলমানও সংযম, উপবাস ও প্রার্থনার মাধ্যমে রমজান মাস অতিবাহিত করেছেন।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি কৃতজ্ঞতা, সংহতি এবং সহমর্মিতার প্রতীক। এটি উদারতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এই শুভ দিনে আমরা শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করি। পাশাপাশি, আমাদের দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক এই কামনাও করি।