
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম
ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শনিবার (২৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
মেট্রোরেলের স্টেশনগুলোতে গত কয়েক দিনের তুলনায় যাত্রীদের ভিড় অনেকটাই কমে গেছে। অধিকাংশ ট্রেনের কোচ সিটিং থাকায় যাত্রীরা আরামদায়ক ভ্রমণের সুযোগ পাচ্ছেন। টিকিট কাউন্টারেও লম্বা লাইন নেই। ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হওয়ায় লক্ষাধিক মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে মেট্রোরেলে যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবছরও ঈদের দিনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে এবং রমজান মাসের শিডিউল আর কার্যকর থাকবে না।