
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম
ঈদ উপলক্ষে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনো নিরাপত্তা হুমকি নেই। শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, মহান আল্লাহর রহমতে কোনো হুমকি নেই, তবে যদি কোনো ষড়যন্ত্র হয়, তা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে না গিয়ে ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ প্রাপ্য।
রাজধানীতে চুরি, ডাকাতি এবং ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করেন। তিনি বিভিন্ন কাউন্টারে গিয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।
এদিকে, ঈদযাত্রার পরিবেশও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কয়েকদিন আগে যাত্রী সংকটের কথা শোনা গেলেও এখন টার্মিনালে যাত্রীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। যদিও আগের বছরের মতো ভিড় এখনো দেখা যায়নি, তবে টিকিট বিক্রেতারা যাত্রীদের আকৃষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছেন। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টার্মিনালের পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে।