Logo
Logo
×

জাতীয়

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়োইংয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে ড. ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন কঠিন পানি সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছে। বাংলাদেশেরও একই ধরনের সমস্যা রয়েছে এবং এ বিষয়ে চীনের সহায়তা প্রয়োজন। বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলোর দূষিত পানি পরিশোধনে চীনের সহযোগিতা চান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ, যেখানে শত শত নদী ছড়িয়ে আছে। পানি কখনো জীবনদায়ী, আবার কখনো তা শত্রু হয়ে ওঠে। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর প্রভাব সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

চীনের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, পানি ব্যবস্থাপনায় চীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। বাংলাদেশ এ বিষয়ে চীনের কাছ থেকে শিখতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি জানারও আহ্বান জানান তিনি।

চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়োইং বলেন, উভয় দেশ একই ধরনের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জের মুখোমুখি। বাংলাদেশের ৮৫ শতাংশ মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে বসবাস করে, যা পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ চারদিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন