
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১১:১৬ এএম
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে ১১ দফা নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

ফাইল ছবি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল বৃদ্ধিসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক -২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো
১. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
২. চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।
৩. রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থান ও বন্দরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহল জোরদার করতে হবে।
৪. গার্মেন্টসসহ শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে।
৫. মার্কেট ও শপিংমলগুলোর নিরাপত্তায় নারী পুলিশসহ বিশেষ টহল ও সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
৬. গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৭. যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে সেতু, টোলপ্লাজা ও মহাসড়কগুলোতে।
৮. ঈদের আগে-পরে ১০ দিন বাল্কহেডসহ ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
৯. দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনী প্রস্তুত থাকবে।
১০. যানজট প্রবণ এলাকায় পর্যাপ্ত রেকার ও উদ্ধার সরঞ্জাম মোতায়েন করতে হবে।
১১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করে জরুরি নম্বর ৯৯৯-এর সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয় ও জনগণ নিরাপদে ঈদ উদযাপন করতে পারে।