
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১০:১১ এএম
নির্বিঘ্ন ঈদযাত্রায় ট্রেন ও সড়কপথে বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০১:২২ পিএম

ছবি : সংগৃহীত
আজ থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরের ঈদযাত্রা। বাংলাদেশ রেলওয়ে ও বাস মালিক সমিতি বিশেষ ব্যবস্থায় ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এবারের ট্রেনযাত্রা। সকাল থেকেই যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন। এখন পর্যন্ত ৪৩টির মধ্যে ৪টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।
বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ৩ এপ্রিলের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। যাত্রীরা এবার প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট থাকলেও বাড়তি ট্রেনের সংখ্যা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কর্মজীবীরা ধীরে ধীরে তাদের পরিবারকে আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন।
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রেলওয়ে নিয়েছে বেশ কিছু পরিকল্পনা—
বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে দেশের বড় স্টেশনগুলোতে (ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা) জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সার্বক্ষণিক নজরদারি।
নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
২৬ মার্চ থেকে ঈদের আগের ও পরের ১০ দিন জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু না করার সিদ্ধান্ত।
ট্রেনে সেলুনকার সংযোজন না করার সিদ্ধান্ত।
সড়কপথেও শুরু হয়েছে ঈদযাত্রা, তবে এখনো যাত্রীচাপ কম। রাজধানীর মহাখালী, গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের স্বাভাবিক ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ বাস ফাঁকা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন।
পরিবহন মালিকরা বলছেন, এবার লম্বা ছুটির কারণে যাত্রীদের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, তবে দুই দিন পর ভিড় বাড়বে বলে আশা করছেন তারা।