
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম
বাংলাদেশ-ভারত সীমান্তে সহিংসতা অব্যাহত: বাড়ছে প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

ফাইল ছবি
বাংলাদেশ-ভারত সীমান্তে সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। গত দুই বছরে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২৩ সালে বিএসএফের গুলিতে ১৯ জন এবং ভারতীয় বেসামরিক নাগরিকদের হাতে ছয়জনসহ মোট ২৫ জন বাংলাদেশি প্রাণ হারান। ২০২৪ সালেও এই প্রবণতা অব্যাহত থেকেছে, যেখানে বিএসএফের হাতে ১৯ জন ও ভারতীয় নাগরিকদের হাতে পাঁচজন নিহত হয়েছেন।
২০২৫ সালের প্রথম দুই মাসেও আরও তিনজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন বিএসএফের গুলিতে এবং দুজন ভারতীয় নাগরিকদের হাতে নিহত হন। সীমান্তে চলমান এই সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত এক দশকে বিএসএফের গুলিতে ২২০ জন এবং ভারতীয় নাগরিকদের হাতে ৫৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান জানিয়েছেন, বিজিবি আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সীমান্তে কোনো ভারতীয় নাগরিক হতাহত হয়নি।
সীমান্তে সহিংসতা রোধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ভারতকে জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে সাম্প্রতিক প্রাণহানির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি মোকাবিলায় মানবাধিকারসম্মত ও নিরাপদ সীমান্ত নীতির বাস্তবায়নে দুই দেশের ওপর চাপ বাড়ছে।