
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৯:৩৮ এএম
আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

গণমাধ্যম সংস্কার কমিশন আজ দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করবেন। এরপর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রোববার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আসন্ন বিনিয়োগ সম্মেলন নিয়ে আলাদা একটি প্রেস ব্রিফিং করবেন।