Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের চার দিনের ঢাকা সফর, রোহিঙ্গা সংকট অগ্রাধিকারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম

জাতিসংঘ মহাসচিবের চার দিনের ঢাকা সফর, রোহিঙ্গা সংকট অগ্রাধিকারে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট বিশেষ অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।

বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে মহাসচিবকে ব্রিফ করবে। এরপর রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ইউনূস।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। সন্ধ্যায় তার সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা।

রবিবার (১৬ মার্চ) সকালে জাতিসংঘ মহাসচিব ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে জাতিসংঘ মহাসচিব গুতেরেস সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন