
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৩:৫৪ এএম
বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি ৭ মার্চ, শুক্রবার, জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন এবং ডিসেম্বরে নির্বাচন নিয়ে তাঁর দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ার বিষয়টি পরিষ্কার করেন।
নাহিদ ইসলাম জানান, তিনি বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়। বরং তিনি বলেন, "পুলিশ যে নাজুক অবস্থায় রয়েছে, সেই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি।"
এ সময় তিনি রয়টার্সের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে বলেন, "সাক্ষাৎকারে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষীরা আমাদের আর্থিক সহায়তা করে এবং আমরা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে এই ফান্ডিং সংগ্রহের মাধ্যমে নির্বাচনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করব। বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য এসেছে, যা সংশোধন করার জন্য আমি অনুরোধ করছি।"
নাহিদ ইসলাম আরও বলেন, "দেশের বর্তমান পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা অনেক দিন ধরে হয়নি, তাই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা প্রয়োজন।"
এছাড়া, তিনি দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর সহিংসতা, ধর্ষণ এবং ইভটিজিংয়ের মত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এসব ঘটনায় তীব্র নিন্দা জানান।