
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩২ এএম
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), পপসম্রাট আজম খান (মরণোত্তর), লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর) এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
গত ২ মার্চ জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "এবারের স্বাধীনতা পুরস্কার অনন্যধর্মী, যা দেখে বোঝা যাবে এর বিশেষ মাহাত্ম্য। ভবিষ্যতে এভাবে পুরস্কার দেওয়া হবে কি না, তা বলা মুশকিল।"
কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "এ পুরস্কারের মহিমা উপলব্ধি করে নিরপেক্ষভাবে মনোনীতদের নাম সুপারিশ করা হয়েছে। একুশে পদক দেখে যারা খুশি হয়েছিলেন, এবার আরও বেশি আনন্দিত হবেন।"