
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ এএম
সংস্কার প্রশ্নে ঐকমত্য গড়ে দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, "সংস্কার-সংক্রান্ত কমিশনগুলোর রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আমরা আশা করি, একটি ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরও জানান, এটি ছিল মূলত পরিচিতিমূলক সভা এবং এখনো গঠনমূলক আলোচনা শুরু হয়নি।
এদিকে, প্রথম বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত জানিয়েছেন। বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে মত দিয়েছে। তবে ইসলামী আন্দোলন স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।
বৈঠকে কয়েকটি রাজনৈতিক দল সরকারি দল আওয়ামী লীগকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে।