Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের হামলায় নিহত শিক্ষার্থীর কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

আওয়ামী লীগের হামলায় নিহত শিক্ষার্থীর কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৭ ফেব্রুয়ারি রাতে হামলার শিকার হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং অস্ত্রোপচারেও তার অবস্থার উন্নতি হয়নি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন এবং হত্যার বিচার দাবি করেন। জানাজা শেষে ছাত্ররা কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন, যা শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রনেতারা বলেন, "আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না।"

এরপর কাশেমের মরদেহ গাজীপুরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বোর্ডবাজার এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাশেমের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল, গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে গাজীপুরের জয়দেবপুর শিববাড়িতে বিক্ষোভ-মিছিল বের হয়, যেখানে দ্রুত বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদে অংশ নেন। ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে খাটিয়া মিছিল বের হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর সেখানে কাশেমের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

কাশেমের মৃত্যুর ঘটনায় ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। হত্যার বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন