
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫২ এএম
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা পাবেন সরকারি চাকরিতে অগ্রাধিকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি, আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে দুটি মেডিকেল ক্যাটাগরিতে বিভক্ত করে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে, যা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দুই ধাপে দেওয়া হবে— ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২০ লাখ টাকা। এছাড়া, শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।
আহতদের জন্য দুটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে—
ক্যাটাগরি এ: গুরুতর আহত ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা পাবেন, যা দুই ধাপে দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবছরে নগদ ২ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা প্রদান করা হবে। পাশাপাশি, তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। প্রয়োজনে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগও থাকবে। কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন।
ক্যাটাগরি বি: অপেক্ষাকৃত কম আহত ব্যক্তিদের জন্য এককালীন ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যা দুই ধাপে দেওয়া হবে— ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা। এছাড়া, মাসিক ১৫ হাজার টাকা ভাতা, প্রশিক্ষণ ও সরকারি-আধা সরকারি কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকার ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে এবং আহতদের তালিকাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।