
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৬ এএম
দেশে ফ্যাসিবাদের তীর্থভূমি ধ্বংস করে দেওয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

ছবি : সংগৃহীত
দেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ছাত্রসমাজের উদ্দেশে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে তার এ ভাষণ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, "আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।" তার এই ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, শেখ হাসিনার ভাষণের সময় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালানোর ঘোষণা দিয়েছেন অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাকটিভিস্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
শেখ হাসিনার বক্তব্যের নির্ধারিত সময়ের আগেই ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়েছে। সেখানে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, এবং বিক্ষোভকারীদের অবস্থান আরও তীব্র হচ্ছে।