প্রিন্ট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম
বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয় : আসিফ নজরুল
যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি
আরো পড়ুন
বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
রবিবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা যেন আরও বেপরোয়া হয়ে উঠতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র বা ১/১১ ধরনের পরিস্থিতিতে আগ্রহী নয়। ছাত্রনেতারা সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা তাতে যোগ দেওয়ারও পরিকল্পনা নেই। বরং তাদের লক্ষ্য হলো, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলিত করা।
আসিফ নজরুল সতর্ক করে বলেন, আওয়ামী লীগের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটের অর্থ, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক, এবং তাদের সমর্থনে রয়েছে ভিন্ন রাষ্ট্রের প্রভাব। এ পরিস্থিতিতে ভিন্নমত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।
তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘গণহত্যাকারীদের মোকাবিলায় শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণ রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’