বছরের প্রথম দিনে সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল প্রান্তের শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (১ জানুয়ারি) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এই দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না। দেশেই বই ছাপার ব্যবস্থা করা হয়েছে এবং ছাপার মান উন্নত করা হবে।
বই ছাপার ব্যবসাকে উন্মুক্ত ও সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে।
এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৪১ কোটি বইয়ের চাহিদা থাকলেও বর্তমানে ছয় কোটি বই ছাপানো হয়েছে। তবে জানুয়ারির মধ্যে সব বই ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর পাঠ্যবই শুদ্ধ বা পরিমার্জন করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, দলীয় রাজনীতি থেকে নিরপেক্ষভাবে যেন বইয়ে তথ্য থাকে সেই অনুযায়ী পরিমার্জন করা হয়েছে।