Logo
Logo
×

জাতীয়

বিচারবিভাগকে ধ্বংসের জন্য সাবেক দুই প্রধান বিচারপতি দায়ী: অ্যাটর্নি জেনারেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

বিচারবিভাগকে ধ্বংসের জন্য সাবেক দুই প্রধান বিচারপতি দায়ী: অ্যাটর্নি জেনারেল

বিচারবিভাগকে ধ্বংসের জন্য সাবেক দুই প্রধান বিচারপতি দায়ী: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন, যার প্রভাবেই জুলাই আন্দোলনে এত মানুষ প্রাণ হারিয়েছে।

বিচার বিভাগকে ধ্বংস করে দেয়ায় সাবেক দুই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনের শাস্তি হওয়া দরকার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন, যার ফলে জুলাই আন্দোলনে এতো মানুষ মারা গিয়েছে। 

পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে আজ রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আবারও ফিরেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। 

রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, আর ৭ নং অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন