আওয়ামী লীগ পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৯৭১-এর পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি ২০২৪ সালে এসে করেছে আওয়ামী লীগ।
শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছেন এটি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নেরই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. ইউনূস এর পুরো টিম, আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি।
শফিকুল আরো বলেন, ’৭১-এর সময়ে পাক হানাদার বাহিনী যেভাবে করে ধরে নিয়ে গেছে। সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে। শহীদ বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যেসব লেখা লিখে গিয়েছেন, ’২৪-এর আন্দোলনে বাচ্চা ছেলেরাও তার মায়ের কাছে চিঠি লিখেছে, তারা যুদ্ধ করতে যাচ্ছে।