অনেকেই আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট জেনেও চুপ ছিলেন: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনেকেই আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট জেনেও চুপ ছিলেন: প্রেস সচিব
আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। তাদের উন্নয়নের গল্পের পোস্টমর্টেমে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। সেই চিত্র পাঠ্যবইয়ে যোগ করা উচিত। যাতে পরবর্তী প্রজন্ম লুটপাটের বিষয়ে জানতে পারে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদ, আমলা ও কিছু ব্যবসায়ী এই টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। পাচারকৃত সেই টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সমাজের অনেকে লুটপাটের তথ্য জানার পরও চুপ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার করা আমাদের প্রধান অগ্রাধিকার। পুরো দেশকে তারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ফোকলা করে দেয়া হয়েছে, তা সবাই জানতে পারবে বলেও জানান তিনি।
এ সময় অর্থনীতির শ্বেতপত্র প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এই শ্বেতপত্রকে ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে অভিহিত করেছেন। এই শ্বেতপত্র নিয়ে ডিবেট ও আলোচনা হবে। এর মাধ্যমেই পুরো চিত্র উঠে আসবে। এ সময় কর্ণফুলী টানেল নির্মাণের সমালোচনাও করেন তিনি।
টাকা ছাপানো প্রসঙ্গে তিনি বলেন, পতনের ছয় মাস আগেও আওয়ামী লীগ ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছিল। এস আলমকে টাকা পাচারে সাহায্য করাই এর আসল উদ্দেশ্য ছিল। ব্যাংকগুলোকে সহায়তা করতে বর্তমান সরকার ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে। তাই এই টাকা ছাপানোয় মূল্যস্ফীতিতে খুব একটা প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি।