
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম
‘শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:২০ পিএম

ফাইল ছবি
দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে সাঈদ হোসেন চৌধুরীর ঘোষণাপত্র বাতিলের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শফিক রেহমানকে প্রকাশক ও মুদ্রাকর হিসেবে দেওয়া ঘোষণাপত্র কেন অবৈধ হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রকাশের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১১ মার্চ সরকার দৈনিক যায়যায়দিনের ঘোষণাপত্র বাতিল করে। সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্তে বলা হয়, পত্রিকাটি অনুমোদিত প্রেস থেকে ছাপা হয়নি এবং প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়।
এর এক সপ্তাহ পর, ১৮ মার্চ দৈনিক যায়যায়দিনের ঘোষণাপত্র শফিক রেহমানের নামে পুনর্বহাল করা হয়, যা নিয়ে আইনি লড়াই শুরু হয়।