
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম

ফাইল ছবি
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র রিটকারীর দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার (১৭ মার্চ) হাইকোর্টে এই রিট দায়ের করেন। রিটে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আরোপিত শর্তাবলীকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক দল গঠনের সুযোগ সংকুচিত হওয়ার বিষয়টি রিটে উল্লেখ করা হয়।
গত ১০ মার্চ ইসি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে, যেখানে ২০ এপ্রিলের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।