
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ১১:৫০ এএম
নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে পাপনের স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহয়া রহমান ও রুশমিলা রহমান, ছেলে রাফসান হাসান এবং জামাতা রাকীন আল মাহমুদ রয়েছেন।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান জানান, নাজমুল হাসান পাপন এবং তার কোম্পানিসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ অনুযায়ী, পাপন ও তার পরিবারের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ রয়েছে। তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া অপরিহার্য ছিল বলে উল্লেখ করেন দুদকের কর্মকর্তা। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।