
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ এএম
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয় : হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) আদালত জানতে চান, এটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
এর আগে সোমবার (১০ মার্চ) কবি শহীদুল্লাহ ফরায়জী এ বিষয়ে রিট করেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠানোর বিধান সংযুক্ত করা হয়, যা চ্যালেঞ্জ করা হয়েছে।
তিনি বলেন, সংবিধানের মূল কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির শপথ গ্রহণের দায়িত্ব প্রধান বিচারপতির হওয়া উচিত।
এর আগে ২০১৩ সালে একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ একটি রিট আবেদন করেছিলেন। রিটে সংবিধানের ৫৩ (ক) অনুচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়, এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।
ভারত ও যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে রিটকারী পক্ষ জানায়, সেখানে রাষ্ট্রপতির শপথ পাঠ করান প্রধান বিচারপতি বা জ্যেষ্ঠতম বিচারক। বাংলাদেশেও ২০১১ সালের সংশোধনী ব্যতীত সব সময় প্রধান বিচারপতিই রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়েছেন।