
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৪:১৪ এএম
নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ তারকা পামেলা বাখের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম

প্রখ্যাত মার্কিন অভিনেত্রী পামেলা বাখ
প্রখ্যাত মার্কিন অভিনেত্রী পামেলা বাখ, যিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’-এ অভিনয়ের জন্য পরিচিত, নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছেন। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ), হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পামেলা বাখ ছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘বেওয়াচ’ সিরিজের অন্যতম অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ডেভিড এক বিবৃতিতে জানান, "পামেলার মৃত্যু আমাদের পরিবারের জন্য গভীর বেদনার। এই শোকের সময় আমরা একান্তে থাকতে চাই, তাই সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।"
১৯৬২ সালে ওকলাহোমার টুলসা শহরে জন্ম নেওয়া পামেলা শিশু শিল্পী হিসেবে ১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য: ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ ও ‘ভাইপার’।
তার আকস্মিক মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।