Logo
Logo
×

শিক্ষা

চারুকলায় পুনরায় তৈরি করা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি : ঢাবি উপাচার্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

চারুকলায় পুনরায় তৈরি করা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ “স্বৈরাচারের প্রতিকৃতি” পুনরায় তৈরি করার দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার অগ্রগতি পর্যবেক্ষণের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম এবং সেখানে বাঁধার মুখোমুখি হতে হয়েছে। এ ধরনের কাজ করতে গেলে বাঁধা ও ষড়যন্ত্র থাকবে। তবে মানুষের পরিশ্রম আর আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এগিয়ে যাবো এবং শত্রুর ষড়যন্ত্র প্রতিহত করব। এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করছি। আমি সবাইকে পাশে থাকার অনুরোধ জানাই।”

এদিকে, চারুকলার প্রাঙ্গণে প্রতিকৃতি তৈরির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে। শিল্পীরা ককশীট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তবে এত অল্প সময়ে তা সম্পন্ন করা সম্ভব হবে কি না, এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “যে কাজটি এক মাস ধরে তৈরি করা হচ্ছিল, তা একদিনে শেষ করা বাস্তবসম্মত নয়। দেখা যাক, শিল্পীরা কীভাবে কাজটি সম্পন্ন করেন। এটি সম্পূর্ণ তাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “শিল্পীরা দফায় দফায় আলোচনা করে পরিকল্পনা করছেন। তারা জানেন কীভাবে সেরা কাজটি করা সম্ভব।”

এর আগে রাত সাড়ে ৯টায় চারুকলা অনুষদে শোভাযাত্রার অগ্রগতি পর্যবেক্ষণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “এই আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি আমার স্যালুট। তারা গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। যদিও “ফ্যাসিস্টের প্রতিকৃতি” নাশকতার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, তবুও আমি দেখতে পেলাম তাদের উদ্যম দ্বিগুণ বেড়েছে। আশা করছি, দেশবাসী একটি চমৎকার শোভাযাত্রায় অংশ নেবে। দেশবাসীকে এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন