
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ এএম
রেকর্ড গড়া মার্চেও রেমিট্যান্স আসেনি যে ৫ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

ফাইল ছবি
চলতি বছরের মার্চ মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ মাসে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। টাকায় এর পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
তবে এই রেকর্ড অর্জনের মধ্যেও দেশের পাঁচটি ব্যাংকে মার্চে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৭ এপ্রিল) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যেসব ব্যাংকে রেমিট্যান্স আসেনি:
বিশেষায়িত খাত: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)
বেসরকারি খাত: পদ্মা ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক
বিদেশি খাত: ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের জন্য ব্যাপক হারে অর্থ পাঠিয়েছেন, যার ফলেই মার্চে রেমিট্যান্স প্রবাহে এ ধরনের রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা গেছে।
২০২৪ সালের মাসওয়ারি রেমিট্যান্স চিত্র (ডলার হিসেবে):
জানুয়ারি: ২১৮ কোটি ৫২ লাখ
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি
মার্চ: ৩২৯ কোটি (রেকর্ড সর্বোচ্চ)
২০২৩ সালের মোট রেমিট্যান্স (ডলার):
মোট: ২,৬৮৮ কোটি ৯১ লাখ
সর্বোচ্চ: ডিসেম্বর – ২৬৩ কোটি ৮৭ লাখ
দ্বিতীয় সর্বোচ্চ: সেপ্টেম্বর – ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার
দেশের অর্থনীতির জন্য রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই প্রবাহ বৃদ্ধি সরকার ও অর্থনীতিবিদদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে যেসব ব্যাংকে রেমিট্যান্স আসছে না, তা নিয়ে উদ্বেগও রয়েছে।