
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ এএম
মার্চে রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

ছবি : সংগৃহীত
দেশের ইতিহাসে রেমিট্যান্স আয়ে নতুন রেকর্ড গড়েছে মার্চ মাস। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা (১২২ টাকা ডলার দরে)। এটি দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।
এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে, যা ছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। সেই রেকর্ডকে ছাড়িয়ে এবার মার্চে দেশের রেমিট্যান্স আয়ে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে।
গত বছরের মার্চ মাসে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার, যার তুলনায় এবারের মার্চে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রতিটি মাসেই রেমিট্যান্সে কিছুটা উর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও মার্চ মাসের পরিমাণ সবাইকে ছাড়িয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবকালীন চাহিদা, প্রণোদনার হার বৃদ্ধিসহ বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের নানা উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে এমন উল্লম্ফন ঘটেছে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।