
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম
বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ কতটা প্রভাব ফেলবে

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

বন্দরে কন্টেইনার ভর্তি রপ্তানি পণ্য। ছবি : সংগৃহীত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোয়াইট হাউস প্রকাশিত এক চার্ট অনুযায়ী, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশি পণ্যের ওপর ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাণিজ্যে এই নতুন নীতির প্রভাব সম্পর্কে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত GATT/WTO কাঠামোর দীর্ঘদিনের MFN (Most Favored Nation) নীতির বিরোধী এবং এটি বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়াবে।
বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য, যেখানে বাংলাদেশের মোট রপ্তানির ১৭-১৮% যায়।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৮.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মূল অংশ তৈরি পোশাক খাত।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি ১.৫% কমে ২.২ বিলিয়ন ডলারে নেমে এসেছে, ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে ৬.২ বিলিয়ন ডলার হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নতুন শুল্ক হার বাংলাদেশের রপ্তানিকে চাপের মুখে ফেলতে পারে, তাই বাণিজ্য নীতি পুনর্বিবেচনা ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করা জরুরি।