
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
ঈদের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

ফাইল ছবি
ঈদের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ে বড় একটি অগ্রগতি। চলতি মার্চ মাসে এখন পর্যন্ত রেকর্ড ৩০০ কোটি ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে এসেছে, যা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনশি জানান, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ বেড়ে ২ হাজার ৫৪৪ কোটি ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২ হাজার ২৯ কোটি ডলার।
এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আমদানি বিল পরিশোধের কারণে ৯ মার্চ রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। তবে মাত্র ২০ দিনের ব্যবধানে প্রবাসী আয় ও পণ্য রপ্তানি বৃদ্ধির ফলে রিজার্ভ পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশে এসেছে ২৯৪ কোটি ডলারের রেমিট্যান্স, যা একক মাসের হিসাবে নতুন রেকর্ড।