
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ০৬:২৫ পিএম
ঈদকে সামনে রেখে ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন (২৪৪ কোটি) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৭৬৮ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে ১১ কোটি ডলার বা ১ হাজার ৩৫৩ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারে, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড হবে। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে (২৬৪ কোটি ডলার) এবং দ্বিতীয় সর্বোচ্চ এসেছিল ফেব্রুয়ারিতে (২৫৩ কোটি ডলার)।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রবাসী আয়ের গতি বেড়েছে। হুন্ডি ব্যবসা এবং অর্থ পাচার কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকগুলোতে খোলা বাজারের মতো ডলার পাওয়ার সুযোগ থাকায় প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী।
মার্চের ২২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে এসেছে ৫৩ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকে এসেছে ২০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৪৫ লাখ ডলার। তবে, ৭টি ব্যাংকে এই সময়কালে কোনো রেমিট্যান্স আসেনি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি। এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।