
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
রেমিট্যান্সে রেকর্ড পরিমাণ প্রবাহ, ১৯ দিনে এলো সোয়া দুই বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাসের প্রায় দুই-তৃতীয়াংশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের আগমনী বার্তা বয়ে আনছে। প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর ঈদ উপলক্ষে দেশে বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান, যা তাদের পরিবারগুলোর আর্থিক স্বাচ্ছন্দ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সাম্প্রতিক বছরগুলোতে রেমিট্যান্স প্রবাহে চোখে পড়ার মতো বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের অর্থনীতি এবং অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বর্তমান মুদ্রা বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার ৪৭৪ কোটি টাকারও বেশি।
গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ প্রায় ২৭ শতাংশ বেশি। তখন রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৩৪ কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, এই প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে মোট রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রেমিট্যান্স প্রবাহে মাসিক হিসেবে সর্বোচ্চ রেকর্ড স্থাপন হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে, যা ছিল ২৬৪ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি, যেখানে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ডলার।
প্রসঙ্গত, একসময় রেমিট্যান্সের প্রধান উৎস ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী আয়ের বড় উৎস হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে উঠে আসে। এছাড়া, গত জানুয়ারি মাসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে যুক্তরাজ্য দ্বিতীয় অবস্থানে উঠে আসে।