ফাইল ছবি
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দু’তিনটি কোম্পানির তেল ছাড়া বাজারে মিলছে না ভোজ্যতেল। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আবার দুই একিটি দোকানে মিললেও বাড়তি দামে বিক্রির অভিযোগ করছেন তারা।
শুক্রবার (৬ ডিসেম্বর) কারওরান বাজারসহ পাইকারি, খুচরা বাজার ঘুরে এ পরিস্থিতি দেখা যায়। কোনো বাজারেই মিলছে না এক বা দুই লিটারের বোতলজাত তেল।
বিক্রেতাদের দাবি, ভ্যেজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট।
ডিলারদের অভিযোগ, পুরোনো চাহিদাপত্র অনুযায়ী তেল সরবরাহ করছে না অধিকাংশ কোম্পানি। নতুন চাহিদাপত্রও নিচ্ছে না অনেকে। পুরোনো চাহিদাপত্রের তেলই পাননি বলেও জানান তারা।
দাম বাড়াতেই বড় তেল কোম্পানিগুলো এমন কারসাজি করছে বলে মন্তব্য করেছেন খুচরা ব্যবসায়ীরা। বেশ কিছুদিন ধরে তেলের বাজারে এই সংকট চলছে বলে জানাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
তেলের বাজারের এই তেলেসমাতি বন্ধে সাধারণ মানুষের কথা বিবেচনায় এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তাসহ খুচরা ব্যবসায়ীরা।
এদিকে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কিছুটা কমেছে। প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি কেজি মুলা ৪০ টাকা, মান ভেদে শিম ৬০-১০০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আলুর দাম এখনও বাড়তি। প্রতি কেজি পুরোনো আলু ৭৫ থেকে ৮০ টাকা আর আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।