বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
মোরছালীন বাবলা, নিউইয়র্ক থেকে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম
বুধবার নিউইয়র্কে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ছবি : সংগৃহীত
আর্থিকখাত সংস্কারে বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বাংলাদেশকে দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক।
বুধবারের বৈঠকে সেটি আড়াই বিলিয়ন বাড়িয়ে মোট সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
তিনি বলেন, বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাত সংস্কারে সহায়তা করবে।
বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক পরিসরে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান।
তিনি বলেন, ‘দেশ পুনর্গঠনের জন্য এটি একটি বড় সুযোগ।’