আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বিদায়ি আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৯ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের আগস্ট মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ করতে হতো সেই একই ধরনের পণ্য ২০২৪ সালের আগস্ট মাসে কিনতে ব্যয় করতে হয়েছে ১১০ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে প্রায় সাড়ে ১০ টাকা।
বিবিএসের তথ্য বলছে, আগস্টে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। এ ছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
এর আগে জুলাই মাসে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে যায়। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১.৬৬ শতাংশ। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭২ শতাংশ।
অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়ে ১৪ শতাংশ ছাড়ায়। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে ১৪.৩৬ শতাংশ। এরপর আর কখনও খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে ওঠেনি।