
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫১ এএম
এএনএফএল প্রপার্টিজের ৪ কোটি টাকার কর ফাঁকি, দুই ব্যাংককে চিঠি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

চট্টগ্রাম কর অঞ্চল-২
এএনএফএল প্রপার্টিজ লিমিটেড চার কোটি ৫ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা আয়কর ফাঁকি দিয়েছে। তাই এএনএফএল প্রপার্টিজ ব্যাংক হিসেব থাকা দুটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চাঁন্দগাও শাখার ব্যবস্থাপক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে চিঠি দিয়েছে চট্টগ্রাম কর অঞ্চল-২। ২০২৪ সালের ১৩ জুন প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে ধার্য করা বকেয়া কর পরিশোধ করার নির্দেশনা প্রদান করার পরও কর পরিশোধ না করায় গত ২৫ মার্চ প্রতিষ্ঠানটির বকেয়া আয়কর কেটে নিতে এই চিঠি প্রদান করা হয়। চিঠিতে প্রতিষ্ঠানটির হিসেব থেকে বকেয়া করের টাকা টেকে কর অঞ্চলকে প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়।
কর অঞ্চল-২ চট্টগ্রামের উপ কর কমিশনার মো. নাজমুল হুদা স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চাঁন্দগাও শাখার ব্যবস্থাপক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে দেয়া দুটি চিঠিতে উল্লেখ করা হয়-টিআইএন -৮৪০৪৩২৩৬৬২৯৯ এর বকেয়া আয়কর বাবদ দেয় ৪ কোটি ৫ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা এখনও পরিশোধ করা হয় নাই। তাই আমি (উপ কর কমিশনার নাজমুল হুদা) ২০২৩ সালের আয়কর আইনের ২২১ ধারাবলে দাবি করিতেছি যে, আপনি অবিলম্বে উক্ত খেলাপকারীকে আপনার প্রদেয় অর্থ হইতে অথবা এখন কোন অর্থ আপনার প্রদেয় না হইয়া থাকিলে অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারীর অর্থ আপনার অধিকারে আসিবা মাত্র উক্ত অংকের টাকা আমাকে প্রদান করবেন। যদি উক্ত খেলাপকারীকে আপনার প্রদেয় অথবা প্রদেয় হইতে পারে এমন অথবা পরব্তীতে আপনার অধিকারে আসিতে পারে খেলাপকারী এইরূপ অর্থ উপরোক্ত বকেয়া আয়করের সমান অথবা কম হয় তাহা হইলে আপনি উক্ত সমুদয় অর্থ আমাকে প্রদান করবেন। আমার দ্বারা লিখিতভাবে রদ না করা পর্যন্ত এই নোটিশ বলবৎ থাকিবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই নোটিশ প্রতিপালনার্থে কোনো অর্থ প্রদান উক্ত খেলাপকারী করদাতার কর্তৃত্বাধীন করা হয়েছে বলে গণ্য হবে এবং টাকা প্রাপ্তির পর আমার দেওয়া রশিদে যে পরিমাণ টাকার উল্লেখ থাকবে তার নিকট আপনার দায় সেই পরিমাণ যথাযথভাবে শোধ হয়ে যাবে। যদি আমার এই নোটিশ প্রাপ্তির পরও আপনি উক্ত খেলাপকারীকে আপনার কোন দায় পরিশোধ করেন তাহলে আপনার পরিশোধকৃত দায়ের পরিমাণ অথবা উক্ত খেলাপকারীর আয়কর ও জরিমানা বাবদ দায়ের পরিমাণ এই দুয়ের মধ্যে যেইট কম সেই পরিমাণ আপনি আমার নিকট ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হবেন।
এ প্রসঙ্গে এএনএফএল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিমের বক্তব্য পাওয়া যায়নি।