
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
নারায়ণগঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ শহররের প্রতিটি রাস্তাঘাট,পাড়া ও মহল্লা অতি দ্রুত অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের চলমান "গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসুচীর আওতায় শহরের অপরাধপ্রবণ চাষাড়া এলাকার গুরুত্বপূর্ণ বিজয়স্তম্ভ ও শহীদ মিনারের প্রতিটি স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ দুপুরে এই ঘোষণা দেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন,
,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন,শহরের চাষারা এলাকাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্র। আমরা বিভিন্ন জাতীয় দিবসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এখানেই আয়োজন করে থাকি। এছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এটি শহররের অন্যতম প্রধান এলাকা হিসেবে বিবেচিত। তাই পুরো চাষারা এলাকাটিকে আমরা নিরাপত্তার চাঁদরে ডেকে দিতে চেয়েছিলাম।
আপনারা জানেন আমরা ইতিমধ্যেই নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসুচী হাতে নিয়েছি। সেই কর্মসুচীর আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে চাষারা থেকে বিজয়স্তম্ভ এবং ডাক বাংলো মোড, এই পাশে বালুর মাঠ,নুর মসজিদ,মিশন মোড়,আর্মি মার্কেট পর্যন্ত সমস্ত এরিয়া আমরা সিসিটিভির আওতায় এনেছি।
আমরা পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ শহরকেই সিসিটিভির আওতায় নিয়ে আসবো,তিনি আরো যোগ করেন।
জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব উল্লেখ করে বলেন,সিসিটিভি ক্যামেরার আওতায় থাকলে যেমন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো,একইভাবে কেউ কোন অপরাধ করে যদি চলেও যায়,তাহলেও আমরা তাদের পরবর্তীতে আইনের আওতায় আনতে পারবো।
কারন সমস্ত ফুটেজ আমাদের কাছে স্টোরেজ করা থাকে,তিনি আরো বলেন
নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসক মহোদয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।