
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১২:০৬ এএম
সংকটের মুহূর্তে সবাই ঐক্যের কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে ভুলে যায় : নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম

ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো সক্রিয় হচ্ছে, নেতারা রাস্তায় নামছেন। কিন্তু যদি বিভেদ থেকেই যায়, তাহলে সেটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনরায় মাথাচাড়া দিতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, সংকটের মুহূর্তে সবাই ঐক্যের কথা বলে, কিন্তু বিপদ কেটে গেলে অনেকেই তা ভুলে যায়।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু। এতে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ-আলমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে গণঅধিকার পরিষদের করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।