
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৯:০৬ এএম
সেনাবাহিনী কখনো জনগণের বিপক্ষে অবস্থান নেবে না : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। ৫ আগস্টের ঘটনাপ্রবাহে আমরা দেখেছি, সেনাবাহিনী ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, তারা কখনো জনগণের বিরুদ্ধে যাবে না। আর ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছে, তারাই আমাদের আসল শত্রু।”
সোমবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এনসিপির কসবা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলে’ তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। জনগণ যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না যায়, সেজন্য সেনাবাহিনী থেকে শুরু করে বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের অধ্যায় ভুলিনি। এটি ছিল আওয়ামী জাহিলিয়াতের যুগ। দশজন স্বৈরশাসককে একত্র করলেও শেখ হাসিনার মতো জুলুমবাজ পাওয়া যাবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ যেভাবে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আমরা জনগণের সহযোগিতায় সেগুলো পুনর্গঠন করব।”
কসবা উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান।