
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৩৯ এএম
গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, মহাসড়কে স্বাভাবিক যান চলাচল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শেষে স্বাভাবিক হয়েছে যান চলাচল।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। একই দাবিতে কালিয়াকৈরের মৌচাক এলাকায় গ্লোবাস কারখানার শ্রমিকরাও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
পরে বেলা ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। মহাসড়ক ছেড়ে দিলেও শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান করছেন।