Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষবিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন