গ্রেপ্তার আতঙ্কে ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার পর পুরো এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হওয়ার খবরে শুধু বয়স্ক নারীরা ছাড়া অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে চলে গেছেন।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির প্রধান ফটক বন্ধ। সামনে কাচের ভাঙা টুকরা ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্মাননা স্মারক দেখা গেছে। রাস্তার দুই পাশে লাঠিসোঁটা, জুতা ও জামাকাপড় পড়ে রয়েছে। পুরো এলাকাজুড়ে নীরবতা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, শুক্রবার রাতে ছাত্রদের ওপর আওয়ামী লীগের লোকজন নির্মম নির্যাতন চালায়। ছাত্ররা কোনো লুটপাট বা ভাঙচুর করতে আসেনি, বরং তা ঠেকাতে এসেছিল। কিন্তু উল্টো তারা হামলার শিকার হয়। আহতদের হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়।
এ ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। বিশেষত, অভিযানের খবরে অধিকাংশ পুরুষ বাসিন্দা গা ঢাকা দিয়েছেন।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে মোবাশ্বির হোসেন নামে এক শিক্ষার্থীকে আহত করে। তার ডান হাতের কনুইয়ের নিচে গুলি লাগে এবং তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাজবাড়ী সড়কে বিক্ষোভ করেন এবং দ্রুত দুর্বৃত্তকে গ্রেপ্তারের দাবি জানান।
গাজীপুরের পরিস্থিতি এখনো থমথমে। প্রশাসনের পক্ষ থেকে এখনো বড় কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসেনি, তবে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।