Logo
Logo
×

সারাদেশ

রুমায় কেএনএফের ছোড়া গুলিতে সেনা সদস্য আহত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

রুমায় কেএনএফের ছোড়া গুলিতে সেনা সদস্য আহত

ফাইল ছবি

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিল সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স করপোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন