Logo
Logo
×

সারাদেশ

ফের ১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

ফের ১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ফাইল ছবি

পঞ্চগড়ে তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে এবং শীতজনিত রোগব্যাধি বাড়ছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকাল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, দিন-রাতে দুই রকম তাপমাত্রা অনুভব করছেন। সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপছে। রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে বলে মনে হচ্ছে। একাধিক কম্বল ও লেপ ব্যবহার করেও ঠান্ডা লাগছে এবং বিছানা, ঘরের ফ্লোর, আসবাবপত্র সবকিছুই বরফ হয়ে ওঠে। উপায়ন্তর না পেয়ে সন্ধ্যা-ভোরে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা করছেন। দিনে ও রাতে দুই রকম তাপমাত্রার কারণে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দিনে-রাতে তাপমাত্রা দুই রকম হচ্ছে। পরিবেশ ও জলবায়ুর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজকে তাপমাত্রা আবার ১০ ডিগ্রির নিচে নেমেছে। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৮ থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়, সেই হিসেবে এটি মৃদু শৈত্যপ্রবাহ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন