Logo
Logo
×

সারাদেশ

পেঁয়াজের ক্ষেত থেকে নছিমন চালকের মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

পেঁয়াজের ক্ষেত থেকে নছিমন চালকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে। পেশায় তিনি শ্যালোইঞ্জিন চালিত নছিমন চালক ছিলেন।

নিহতের স্ত্রীর বরাতে বাবুর ছোট ভাই মনিরুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে আরেক নছিমন চালক আব্দুল ওহাব ফকির মোবাইল ফোনে বাবুকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি।

সকালে বারোয়ানি ক্যানেলের পাশে পেঁয়াজের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই অনিক হাসান বলেন, রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবীকে জানিয়েছিলেন যে ওহাব ফকির তাকে ডেকেছেন এবং তিনি সেখানে যাচ্ছেন। তাড়াতাড়ি ফিরে আসবেন বলেও জানান। তবে তিনি আর ফেরেননি। সকালে তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে ওহাব ফকির জড়িত আছেন। কারণ, ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে তার মৃত্যুর কারণ। তারপরও এই মৃত্যুর ঘটনা ও ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন