Logo
Logo
×

সারাদেশ

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ফাইল ছবি

পঞ্চগড়ে টানা ছয়দিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বুধবার (১৮ ডিসেম্বর) আবারও ৯ এর নিচে নেমেছে তাপমাত্রা। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে। বুধবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি। প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজকে ষষ্ঠ দিনের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন