Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ এএম

দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে

ফাইল ছবি

দিনাজপুরে বেড়েই চলেছে শীতের তীব্রতা, কনকনে হাড়কাঁপানো ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এ জেলার মানুষ। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়)-৯.৪, সৈয়দপুর : ১১.৮,  রংপুর: ১৩.০, রাজারহাট (কুড়িগ্রাম): ১১.৫, ডিমলা (নীলফামারী):  ১২.৩, বদলগাছি (নওগাঁ) ১০.৩, চুয়াডাঙ্গা ৯.২, যশোর ১০.০, রাজশাহী ৯.৭ এবং শ্রীমঙ্গল (সিলেট) ১৫.৪ ডিগ্রি  সেলসিয়াস।

গরম জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে ঘর থেকে বের হয়েছেন অনেক শ্রমজীবী মানুষ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন