
প্রিন্ট: ২২ মার্চ ২০২৫, ০৮:১৬ এএম
তীব্র গরমের পর ঢাকায় কিছুটা স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

ছবি : সংগৃহীত
গত কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। এতে কিছুটা হলেও গরমের দাপট কমে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে।
দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। কিছুক্ষণ পর বাতাস বইতে শুরু করলে আবহাওয়া গুমোট হয়ে যায়। বিকেল তিনটার পর শুরু হয় হালকা বৃষ্টি, যা কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন সড়ক ভিজিয়ে দেয় এবং তাপমাত্রা কিছুটা কমিয়ে দেয়।
তবে ঢাকার অন্যান্য এলাকায় এখনো বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, সোমবার রাজধানী ঢাকাসহ সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছিল।