Logo
Logo
×

রাজধানী

মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ

রাজধানীর বংশালের আল-জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

মাদ্রাসাটির প্রিন্সিপাল মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী। যাদের অধিকাংশই শিশু। শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না হয়। দুপুরে শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফরা সেই বিরিয়ানি খান। একই সময়ে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তখন তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতাবোধ করতে থাকেন। সারাদিন অসুস্থবোধ করার পর সন্ধ্যার পরে তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছেন সেটি তিনি জানেন না।

বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, শুক্রবার দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল সেটি কারা রান্না করেছে এবং কারা দিয়ে গেছে সেটি তিনিও জানেন না। তার ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন নিশ্চিত করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন